ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

হেটমায়ারের ৪৯ বলে সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সিমরন হেটমায়ার দানবীয় ব্যাটিং করেছেন। রানের বন্য বইয়ে দিয়েছে তিনি। সেই ধারাবাহিকতায় এবার ৪৯ বলে সেঞ্চুরি করে দেখিয়ে দিলেন তিনি।

শনিবার টস জিতে আগে ব্যাট নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। হেটমায়ার ও শোয়েব মালিকের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ২০৯/৭ রানের পাহাড় গড়ে দলটি। ৪৯ বলে কাঁটায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে সাজঘরে ফেরেন হেটমায়ার। এই রান সংগ্রহের জন্য তিনি ১১ চার ও ৫ ছক্কা মারেন।

হেটমায়ার ও শোয়েবের দিনে বড় জয় পেয়েছে গায়ানা। জ্যামাইকা তালাওয়াসকে ৭১ রানে হারিয়েছে তারা। ২১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দলটি। ১০.১ ওভারেই ১০২/২ রান তুলে ফেলে জ্যামাইকা। এর পরই সর্বনাশ ঘটে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইনিংস। ২২ বল বাকি থাকতেই ১৩৮ রানে গুটিয়ে যায় তারা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি