ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

কোহলির ৩ রানের আক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইশ! মাত্র ৩ রান। একটি চার মারলেই তো হয়। স্কোর বোর্ডে তখন জ্বলজ্বল করছিল ৯৭ রান। দর্শকরাও চাইছিল কেবল একটি চার। বিরাট কোহলিও উপরের দিকে তাকিয়ে হয়তো একটি চারই চাইছিল। কিন্তু না, বিধি বাম। পারলেন না বিরাট। তাই স্কোর বোর্ডের ৯৭ রানেই থামতে হলো তাকে। মাত্র ৩ রানের আক্ষেপ নিয়েই ফিরে যেতে হয়েছে প্যাভিলিয়নে।

এর আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও মিডল অর্ডার ব্যাটসম্যান অজাঙ্কা রাহানের হাফ সেঞ্চুরিতে ভর করে দাঁড়ানোর চেষ্টা করছিল ভারত। রাহানে ফিরে গেলেও কোহলিও আরেক প্রান্তে খাম্বা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আদিল রাশিদের ঘূর্ণির কাছে পরাস্ত হয়ে বেন স্টোকসের তালুবন্দি হন কোহলি। এর আগে তিনি করেন ৯৭ রানের এক আক্ষেপীয় ইনিংস।

উল্লেখ্য, ৬৩টি টেস্ট ম্যাচ খেলে কোহলির ঝুলিতে রয়েছে ২২টি সেঞ্চুরি। এ সেঞ্চুরিটি পেলেই হয়ে যেত ২৩টি। পাশে বসতে পারতেন শেওয়াগের। তারও সেঞ্চুরির সংখ্যা ২৩। না, ২২ এর গেরোটা ভাঙ্গতে পারলেন না বিরাট। উল্লেখ্য, লিজেন্ড শচীন টেন্ডুলকারের টেস্টে ৫১টি সেঞ্চুরি রয়েছে। রাহুল দ্রাবিরের রয়েছে ৩৬টি। লিজেন্ড গাঙ্গুলির সেঞ্চুরির সংখ্যা মাত্র ১৬টি।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি