ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

হ্যাটট্রিক করলেন আগুয়েরো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

হ্যাটট্রিক করেছেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটিও জিতেছে বড় ব্যবধানে। হোডারফিল্ড টাউনের বিপক্ষে এই হ্যাটট্রিক করেন আগুয়েরো। আর এতেই টাউনকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি দাপট চলছেই। খেলার ২৫ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন আগুয়েরো। এরপর ৩৫ মিনিটে আবারও হোডারফিল্ডের জালে বল পাঠান আগুয়েরো। এর আগে ৩১ মিনিটে ২-০ গোলে সিটিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। তবে প্রথমার্ধেই ব্যবধান কিছুটা কমান র্স্ট্যানকোভিচ। ৪৩ মিনিটে সিটির জালে বল জড়িয়ে দিয়ে ব্যাবধান ৩-১ করেন তিনি।

খেলার ৭৫ মিনিটে আবারও হোডারফিল্ডের জালে বল পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো। খেলার ৮৪ মিনিটে কনগুলো গোল করলে ব্যবধায় গিয়ে দাঁড়ায় ৬-১। এতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি