ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

১৬১ রানেই শেষ ইংলিশদের ইনিংস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছে ইংলিশ দেওয়াল। হার্দিক পান্ডের আগুনে গোলায় বিধ্বস্ত ইংলিশ শিবির। প্রথম দুই ম্যাচ যেখানে হেসে-খেলে জয় তুলে নিয়েছে ইংলিশরা, তৃতীয় টেস্টে এসে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছে জো রুটরা।

ইটের দেওয়ালের মতো ইংলিশরা যেভাবে তাদের ব্যাটিং লাইন আপ তৈরি করেছিল, এবার তা হুড়মুড়িয়ে ভেঙ্গে দিল ভারতীয় বোলাররা। আর এতেই মাত্র ১৬১ রান তুলতেই ১০ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন বাটলার।

বাটলার ছাড়া সবাই ছিলেন যাওয়া আসার মিছিলে। এ ছাড়া কুক ২৯, জেনিংস ২০, রুট ১৬ ও বেয়ারস্টো ১৫ রান তোলেন। ইংলিশ শিবিরের এমন পতনের নেপথ্যে কাজ করেছেন কিউট বয় হার্দিক পান্ডে। পান্ডে একাই নিয়েছেন ৫ উইকেট।

এর আগে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জো রুট। শুরুতে উইকেট বিলিয়ে দিলেও ভারতীয় দলপতি বিরাট কোহলি ও অজাঙ্কা রাহানের সৌজন্যে ৩২৯ রান তোলে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংলিশরা ১৬৮ রান পিছিয়ে রয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি