ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বিষাদময় রেকর্ড পোলার্ডের! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৪, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ড অবশেষে সেঞ্চুরির দেখা পেয়েছেন। কিন্তু এই সেঞ্চুরি তাকে এক বিষাদময় রেকর্ড গড়ার দিকে নিয়ে গেছে!  

এই সেঞ্চুরির মাধ্যমে ঘরোয়া টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেতে এত বেশি ইনিংস খেলা প্রথম বিশ্ব ক্রিকেটার তিনি। সেঞ্চুরি পেতে ঘরোয়া আসরের ৪২৭তম ম্যাচের ৩৮৪তম ইনিংসে তিনি এর দেখা পান। 

পোলার্ডের আগে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেতে এত বেশি ইনিংস খেলছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। ঘরোয়া আসরে ২২২তম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আফ্রিদি।

আফ্রিদির পর এই রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ১৮১তম ইনিংসে ঘরোয়া আসরে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

পোলার্ডের বিষাদময় রেকর্ডের ম্যাচে সেন্ট লুসিয়া স্টার্স ৩৮ রানে হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টসকে। ম্যাচে সেন্ট লুসিয়া স্টার্সের পোলার্ড ৬টি চার ও ৮টি ছক্কায় ৫৪ বলে ১০৪ রান করেন।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি