ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

আগুয়েরোর প্রশংসায় পঞ্চমুখ গার্দিওয়ালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৭, ২০ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:১৭, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো সেরা ফর্মে রয়েছেন বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। রোববার আগুয়েরোর দুর্দান্ত এক হ্যাটট্রিকে ঘরের মাঠে ৬-১ গোলে হাডার্সফিল্ড টাউনকে উড়িয়ে দেয় সিটি।

প্রিমিয়ার লিগে আগুয়েরোর এটি নবম হ্যাটট্রিক। প্রতিযোগিতার ইতিহাসে এর চেয়ে বেশি হ্যাটট্রিক আছে কেবল অ্যালান শিয়েরারের (১১)। এর আগে চলতি মাসের শুরুতে আগুয়েরোর জোড়া গোলে চেলসিকে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড ঘরে তোলে সিটি।

স্কাই স্পোর্টসকে গুয়ার্দিওলা বলেন, “সে শুধু গোল করে তাই না, সুযোগ তৈরি করে, গোলে সাহায্য করে, পাস বাড়ায়। সে কখনোই থামে না। নিঃসন্দেহে সের্হিও বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।”

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি