ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

নিজেরাই পরিষ্কার করুন কুরবানির পশুর বর্জ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ২৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১৯:৫০, ২৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। যারা কুরবানি দিয়েছেন, তারা নিজেরাই যাতে পশুর বর্জ্য অপসারণ করতে উৎসাহী হয়, সে ব্যাপারে একটি ফেসবুক পোস্টও দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে মাশরাফি বলেন, ‘ঈদের শুভেচ্ছা । ঈদের দিনটি সুন্দর ও আনন্দময় হোক। পরিবারের সবার সাথে ঈদের আনন্দে মেতে থাকুন সবাই, শুভেচ্ছা রইলো। একটু নজর রাখবেন, আশেপাশের পরিবেশের দিকে। কোরবানীর পর ওসবের বর্জ্র আমরা নিজেরা যাতে আমাদের সাধ্য মতো পরিষ্কার করে ফেলি । আর যারা প্রিয়জনের সাথে ঈদের ছুটিতে দেশের বাড়িতে এসেছেন, খুব সাবধানে আবার কর্মস্থলে ফিরে আসুন এবং দুর্ঘটনা থেকে বিরত থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্যে দোয়া করবেন সবাই।’

উল্লেখ্য, সামাজিক সচেতনতাবিষয়ক নানা বিষয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়াসহ বিভিন্নভাবে সরব থাকেন বাংলাদেশ ক্রিকেটের এই লিজেন্ড।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি