ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

হুমকি দিচ্ছেন প্রভাবশালীরা : হাসিন জাহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে যেভাবে নিষ্কলঙ্ক হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেটা মানতে পারছেন না স্ত্রী হাসিন জাহান। এক ফেসবুক আড্ডায় হাসিন বেশকিছু অভিযোগ করেন শামির বিরুদ্ধে। ভারতীয় দলের এই ক্রিকেটারের সার্টিফিকেট থেকে শুরু করে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে আবারও মুখ খুললেন তিনি। যে ভাবে একশ্রেণির মানুষ তার দিকেই কাদা ছুড়ছে, তা দেখে খারাপ লাগছে হাসিনের। একশ্রেণির মিডিয়ার আচরণকেই এর নেপথ্যে দেখছেন তিনি।

তবে যতই প্রভাবশালীদের হুমকি আসুক, যতই আত্মহত্যার পথ বেছে নেওয়ার দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা থাকুক, তিনি যে লড়াই ছাড়বেন না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হাসিন। সত্যি ঠিক বেরিয়ে আসবে একসময়, বিশ্বাস রাখছেন তিনি।


সূত্র : কলকাতা টু্ইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি