ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ম্যানসিটিকে থামিয়ে দিল ওভস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে ম্যানচেস্টার সিটির জয়ের রথে লাগাম টেনে ধরেছে ওভস। টান টান উত্তেজনাকর ম্যাচে ১-১ গোলে সিটিকে থামিয়ে দিয়েছে নাউনো এসপারিটো স্যান্টোর শীর্ষরা। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই জয়ে সিটি টেবিল পয়েন্টের শীর্ষস্থান দখলে নিয়েছিল। ড্রয়ের পরও সিটি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

যদিও এখনো অনেক পথ বাকি, তবু পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখাটা অনেকটা মর্যাদার লড়াই-ই বটে। এদিকে শীর্ষস্থান হারাতে পারেন সিটি। দুই জয় নিয়ে যথাক্রমে লিভারপুল, চেলসি, ওয়াটফোর্ড, টটেনহাম ও বুর্নিমাউথ দুই, তিন, চার, পাঁচ ও ছয়ে রয়েছে। এদিকে লিগে তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ওভস। তিন ম্যাচের দুইটিতে ড্র ও এক পরাজয়ে ওভস পয়েন্ট টেবিলের ১২ নম্বরে অবস্থানে করছে।

এদিকে সিটির সঙ্গে ড্রকে বিস্ময়কর বরং নিয়মিত খেলার অংশ হিসেবেই দেখছেন ওভস ম্যানেজার এসপারিটো স্যান্টো। ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওভসের স্ট্রাইকার জাও মাতিনহো।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি