ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৯ সালের ৩০ মে থেকে ১৪ জুলাই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে।  

এই আসরকে সামনে রেখে বিশ্বকাপ ট্রফি নামছে বিশ্ব ভ্রমণে। আসবে বাংলাদেশেও।

সোমবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাই থেকে শুরু হবে বিশ্বকাপ ট্রফির যাত্রা। বাংলাদেশে আসবে ১৭ অক্টোবর।  

বাংলাদেশ ভ্রমণের সাতদিনে ঢাকায় থাকবে ১৭ থেকে ১৯ অক্টোবর তিনদিন। খুলনায় থাকবে ২০ অক্টোবর। সিলেটে ২১ এবং চট্টগ্রামে দুইদিন-২২ ও ২৩ অক্টোবর।  

ট্রফিটি পাঁচ মহাদেশের ২১টি দেশের ৬০টি শহর ভ্রমণ করবে। এই ভ্রমণ শেষে ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে নেওয়া হবে এটিকে।  

এই ভ্রমণে শুধু ক্রিকেট খেলুড়ে দেশই নয়, ক্রিকেট খেলা ছাড়া দেশেও যাবে এই ট্রফি। ২১টি দেশের মধ্যে ১১টি দেশেই ক্রিকেট তেমন পরিচিত ও জনপ্রিয় নয়। এদের মধ্যে আছে নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানির মতো দেশও। তবে এসব দেশেও ঘুরবে বিশ্বকাপ ট্রফি।

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি