ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সেপ্টেম্বরে শুরু হচ্ছে ১০০ বলের ক্রিকেট  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রস্তাবিত ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। ছেলে ও মেয়েদের জন্য দুটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে ইসিবি।

টি- টোয়েন্টি  ক্রিকেট দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে। ইংলিশদের হাত ধরেই ২০০৩ সালে শুরু হয় টি-টোয়েন্টির।

পরীক্ষামূলক এ আসরের পর ২০২০ সালে আট দল নিয়ে পুরোপুরি পেশাদার লিগ চালু করার কথা ভাবছে ইসিবি।

প্রতি দলকে ১৫টি ছয় বলের ওভার শেষে খেলতে হবে বাড়তি ১০ বল করে। মোট ১০০ বল। এই ১০ বল ইনিংসের কোন সময়ে করা হবে সে বিষয়টি এখনও ঠিক করা হয়নি। একজন নাকি একাধিক বোলার সেই দশ বল করবেন, পরিষ্কার করা হয়নি সেটিও। নতুন টুর্নামেন্টের আগে সব ঠিক ঠাক হতে পারে। 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি