ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ২৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:৩৮, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। মিসরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর একমাত্র গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। শনিবারের ওই ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এবারের লিগে লিভারপুলের এটা টানা তৃতীয় জয়। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে উড়িয়ে শুরু করা ক্লপের শিষ্যরা গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছিল।

অ্যানফিল্ডে শনিবারের ম্যাচে প্রথমার্ধের ২৩ মিনিটে বাঁ পায়ের কারুকাজে অসাধারণ গোলটি করেন মোহাম্মদ সালাহ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর পাস থেকে তিনি এ সফলতা পান।

তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

একই দিনের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে ১-১ গোলে ড্র করে প্রথম দুই ম্যাচ জেতা ম্যানচেস্টার সিটি। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি