ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পিএসজির দুর্দান্ত জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ২৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:৩৯, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অ্যাঙ্গার্সের বিপক্ষে দুর্দান্ত জয়ে টেবিলের শীর্ষস্থান অটুট রেখেছে পিএসজি। চোট কাটিয়ে দলে ফেরা এডিনসন কাভানির ধারাবাহিক ছিলেন কাইলিয়ান এমবাপ্পে ও নেইমার।

শনিবার অ্যাঙ্গার্সকে ৩-১ গোলে হারিয়ে এখন তিন ম্যাচে ৯ পয়েন্ট ফরাসি জায়ান্টদের।

এদিন শুরু থেকেই ঘরের মাঠে আধিপত্য দেখিয়েছে পিএসজি। ম্যাচের ১২ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন কাভানি। নেইমারের নেয়া শট প্রতিপক্ষ রক্ষণের খেলোয়াড়ের গায়ে লেগে ফেরত এলে সুযোগ কাজে লাগান উরুগুয়ে তারকা। ম্যাচের ২২ মিনিটে মিডফিল্ডার থমাস মানগানির স্পটকিকে সমতায় ফেরে অতিথিরা। পরে ৫১ মিনিটে পিএসজিকে আবারও এগিয়ে দেন এমবাপ্পে। ডি মারিয়ার ক্রসে বল পেয়ে ভলিতে জাল খুঁজে নেন ফ্রেঞ্চ তারকা।

এরপর ৬৬ মিনিটে বড় জয়ের শেষ পেরেকটি ঠুকে দেন নেইমার। বক্সের মধ্য থেকে এমবাপ্পের দেয়া পাস থেকে গোল তুলে নেন তিনি।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি