ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

কাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের প্রস্তুতি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

এশিয়া কাপ ২০১৮ দরজায় কড়া নাড়ছে। আগামী সেপ্টেম্বরের ১৫ তারিখে দুবাইতে পর্দা উঠবে এশিয়া কাপের আয়োজনের। এশিয়া কাপের লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা।  

ঈদের ছুটি শেষে খেলোয়াড়রা ইতোমধ্যে যে যার মতো করে শুরু করে দিয়েছেন অনুশীলন। এদিকে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ব্যাটিং অনুশীলন শুরু করেছেন গতকাল শনিবার থেকেই।

বিসিবির সূচি অনুযায়ী, আগামীকাল ২৭ আগস্ট থেকে ৩১ সদস্যের প্রাথমিক দল নিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতির পর্ব। সকাল ৯টায় বিসিবির একাডেমি মাঠে শুরু হবে ফিটনেস পরীক্ষা।অনুশীলন চলবে দুপুর ১২টা পর্যন্ত।

এরপর দুপুর ১টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ফিল্ডিং সেশন। এভাবে সব বিভাগের অনুশীলন চলবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। দু’দিন বিরতি দিয়ে ৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে পাড়ি জমাবে বাংলাদেশ ক্রিকেট দল।

গত ১৪ আগস্ট ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে থাকা সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন না প্রস্তুতি পর্বে। বর্তমানে সাকিব হজ পালনে এখন অবস্থান করছেন সৌদি আরবে। অন্যদিকে রিয়াদ খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।

৩১ সদস্যের প্রাথমিক দল:

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ফজলে রাব্বি, খালেদ আহমেদ, জাকির হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও কামরুল ইসলাম রাব্বী।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি