ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

জাতীয় দলের স্পন্সরের জন্য সার্কুলার শীঘ্রই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সঙ্গে টেলিকম অপারেটর রবির টাইটেল স্পন্সর বাতিলের ঘোষণার একদিন না যেতেই বিসিবি জানিয়েছে দুয়েক দিনের মধ্যেই বিসিবির টাইটেল স্পন্সর খোঁজার সার্কুলার দেওয়া হবে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আগেই বিষয়টি আমাদের জানা ছিল। আমাদের প্লেয়াররা কিন্তু কিছু কনফ্লিক্ট ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ ছিল। যেটা আমাদের টিমের স্পন্সরের সাথে কনফ্লিক্ট করে। তাদের কাছ থেকে বের হয়ে আসাও সময় সাপেক্ষ ব্যাপার ছিল।’

এদিকে রবি সরে যাওয়ায় ক্রিকেটারদের ব্যক্তিগত চুক্তির বিষয়টিও ভাবাচ্ছে বিসিবিকে। এজন্য ক্রিকেটাররা যাতে ভবিষ্যতে এ ধরণের সাংঘর্ষিক কিছুতে না জড়ান সে ব্যাপারে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। চৌধুরী সুজন আরো বলেন, ‘অবশ্যই আমাদের নতুন স্পন্সর দেখতে হবে। হয়তো দুই একদিনের মধ্যেই সার্কুলারে যাব। চেষ্টা করব এশিয়া কাপের আগেই একটা স্পন্সর দেওয়ার জন্য।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি