ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বেয়ারস্টোর ভাঙ্গা আঙ্গুলই টার্গেট, বললেন শামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

এমনিতে তৃতীয় টেস্টে হারের পর ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। অপরদিকে তৃতীয় টেস্টে বড় ব্যবধানে হারের পর গোদের উপর ঘা হয়ে দাঁড়িয়েছে বেয়ারস্টোর আঙ্গুলের চোট। আর সেই ভাঙ্গা আঙ্গুলই নাকি টার্গেট করবে ভারতীয় বোলাররা। এমনটাই জানিয়েছেন ভারতীয় বোলার মোহাম্মদ শামি।

তৃতীয় টেস্টে উইকেট কিপিং করার সময় বাম হাতের আঙ্গুলে চোট পায় বেয়ারস্টো। আর তাই চতুর্থ টেস্টে উইকেটের পেছনে না দাঁড়ালেও বিশেষ ব্যাটসম্যান হিসেবে তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছে ইংলিশ শিবির। এরপরই এক প্রতিক্রিয়ায় ভারতীয় বোলার মোহাম্মদ শামি হুমকি দেন যে, ব্যাট হাতে বেয়ারস্টো নামলে, তার ভাঙ্গা আঙ্গুলই টার্গেট করবে তার দেশের বোলাররা।

শামি আরও বলেন, শুধু আমিই কেন যে কোনো ফার্স্ট বোলারই ব্যাটসম্যানের দুর্বল জায়গা টার্গেট করবে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি