ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

এশিয়া কাপের দল ঘোষণা

বাদ পড়লেন সৌম্য-সাব্বির-বিজয়, ফিরলেন মিঠুন-শান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ৩০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:১১, ৩০ আগস্ট ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন মিডলঅর্ডার সাব্বির রহমান ও ওপেনার এনামুল হক বিজয়। দল থেকে ছিটকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি খেলে আসা সৌম্য সরকারও। আর দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও মিঠুন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই দল ঘোষণা করে।

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই আসরের প্রস্তুতি বাংলাদেশ বহু আগে থেকেই শুরু করেছে। এর আগে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে অনুশীলন শুরু করে বিসিবি। আজ চূড়ান্ত দল ঘোষণা করা হলো।

দলে রয়েছেন তরুণ আরিফুল হক, নাজমুল ইসলাম অপু ও আবু হায়দার রনি। এই তিন জনই সর্বশেষ অনুষ্ঠিত ক্যারিবিয় সিরিজে ছিলেন।

তারুণ্য নির্ভর এই দলে নেই তাসকিন ও নাসির। এই দুজনকে অবশ্য ৩১ সদস্যের দলেই রাখা হয়নি। মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী মিরাজের মতো অলরাউন্ডদের দলে রাখা হয়েছে।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি