ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নারী ভক্তের কাছে অপমানিত হলেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি নারী ভক্তের কাছে অপমানিত হলেন। তিনি বার্সেলোনায় সই করার আগে আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ`র হয়ে খেলেছেন। এই নিউওয়েলস ওল্ড বয়েজের চিরপ্রতিদ্বন্দ্বী রোজারিও সেন্ট্রালের এক নারী ভক্তের অপমানের শিকার হয়। উক্ত ঘটনাটি ঘটে লা লিগায়।

রিয়াল ভায়াদোলিদের বিরুদ্ধে বার্সা জেতে ১-০। এই জয়ের পরে বিমানবন্দরে মেসিকে ঘিরে ধরে ক্যামেরা। ভক্তরাও তাকে ছাড়েননি। ভক্তদের আবদার মেটাচ্ছিলেন মেসি। দিচ্ছিলেন অটোগ্রাফ।

ঠিক এমন সময় রোজারিও সেন্ট্রালের জার্সি পরে এক মহিলা মেসির অটোগ্রাফ চান। মেসি এড়িয়ে যান তাকে। কিন্তু সেই নারী মেসিকে ছাড়েননি। মেসি তাকে এড়িয়ে যাওয়ায় সেই নারী মেসিকে ‘প্যাশনলেস’বলেন। অর্থাৎ মেসির মধ্যে আবেগ কাজ করে না।

টুইটারে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। মেসির সঙ্গে সেই নারী যে আচরণ করেছেন, তার নিন্দা করেছেন রোজারিও সেন্ট্রালের সমর্থকরা।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি