ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

লিচেস্টারকে উড়িয়ে শীর্ষে লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গত মৌসুমের চ্যাম্পিয়ন লিগে ফাইনালের ফলটা অন্যরকম হতে পারতো। দলের মূল ভরসা মোহাম্মদ সালাহর ইনজুরির পরই রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় দলটি। তবে এবার লিগ ও কাপ দুটোতেই নেতৃত্ব দিয়ে চলেছে ইংলিশ ক্লাব লিভারপুল।

আজকের ম্যাচে লিচেস্টারকে ২-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দাবিটা আবারও জানান দিয়ে রেখেছে দলটি। আর এ জয়ের মাধ্যমে টানা চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। ১৯৯০-৯১ সালের পর দলটি মৌসুমের প্রথমে আর কখনো টানা চার জয় পায়নি।

জার্গেন ক্লপের শিষ্যরা যেন জয়ের রথেই চেপে বসেছেন। অ্যালিসনের হ্যাস্যকর ভুলের পরও লিচেস্টারের বিপক্ষে ২-১ এর জয় লিভারপুলকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। সাদিও মানের গোলের মধ্য দিয়ে এদিন লিচেস্টারের জালে বল পাঠায় লিভারপুল। এর ঠিক ১০ মিনিট পরই দলের গোল দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।

এদিকে খেলার ৬৩ মিনিটে অ্যলিসনের হাস্যকর ভুলের কারণে গোল হজম করে লিভারপুল। এদিকে লিভারপুল জয় পেলেও গোল পাননি মোহাম্মদ সালাহ। খেলার ২০ মিনিট বাকি থাকতেই জর্দান শাকিরিকে তার বদলে মাঠে নামান ক্লপ।


এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি