ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

চেলসির টানা চার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গোল করেছেন বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড ও স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো। আর এতেই ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ ম্যাচে জয় পেল চেলসি।

শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে কোন গোল হজম করতে হয়নি মাউরিসিও সাররির দল চেলসিকে। বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে তারা।

ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি চেলসি। এ দিন ৭০ শতাংশের বেশি সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছিল চেলসি।

বিরতির পর উইলিয়ানকে তুলে নিয়ে পেদ্রো ও আলভারো মোরাতার পরিবর্তে অলিভিয়ে জিরুদকে নামান সাররি। স্বাগতিকদের আক্রমণে বাড়ে গতি। অবশেষে গোল পেল খেলা শেষ হওয়ার ১৮ মিনিট আগে।

ম্যাচের ৭২তম মিনিটে মার্কোস আলোনসোর পাস পেয়ে অলিভিয়ে জিরুদের সঙ্গে একবার দেওয়া নেওয়া করে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো। ম্যাচের ৮৫তম মিনিটে আলোনসোর পাস পেয়ে ডি-বক্সের বাঁ দিক থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের ফরোয়ার্ড আজার। বাকি সময়ে আর কোনও গোল না হলে টানা চার জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে লিভারপুল।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি