ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে অ্যালিস্টার কুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের তারকা ওপেনার অ্যালিস্টার কুক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী ৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ওভালে শুরু হওয়া টেস্টের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানছেন এ ক্রিকেটার।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড ক্রিকেট দল। চলমান পাঁচ ম্যাচের সিরিজে চতুর্থ খেলায় রোববার সাউদাম্পটনে ৬০ রানে জিতে ইতিমধ্যে ট্রফি (৩-১) নিজেদের করে নিয়েছে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড। তবে সিরিজে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি ওপেনার অ্যালিস্টার কুক। চার টেস্টে সাত ইনিংস মিলে মাত্র ১০৯ রান সংগ্রহ করেছেন তিনি।

সোমবার অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, যদিও এটা একটি দুঃখের দিন। তারপরও আমি খুশি। আমি আমার সামর্থের সবটুকু দিয়েছি আর কিছু বাকি নেই। আমি প্রত্যাশার চেয়েও অনেক বেশি পেয়েছি। ইংল্যান্ডের বেশ কিছু তারকা ক্রিকেটার সঙ্গে খেলার সুযোগ পেরেছি, যে কারণে আমি গর্বিত।

কুক বলেন, আমি সারা জীবন ক্রিকেটকে ভালোবেসেছি। ইংল্যান্ডের জার্সি গায়ে খেলার অনুভূতিটা কতটা বড় ব্যাপার সেটা আমি জানি। এ কারণেই আমি মনে করেছি এটাই সঠিক সময় নতুন প্রজন্মের তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৬০টি টেস্ট ম্যাচ খেলে ৩২টি সেঞ্চুরি এবং ৫৬টি ফিফটির সাহায্যে ১২ হাজার ২৫৪ রান সংগ্রহ করেছেন অ্যালিস্টার কুক। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের ইতিহাসে রেকর্ড ১১ হাজার ৬২৭ রান সংগ্রহ করেন তিনি।

এ ছাড়া একদিনের ক্রিকেটে ৯২টি ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি এবং ১৯টি ফিফটির সাহায্যে ৩৬.৪০ গড়ে ৩ হাজার ২০৪ রান সংগ্রহ করেছেন কুক।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি