ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন এমবাপ্পে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সবকিছু ঠিক থাকলে টানা দ্বিতীয়বারের মতো ‘ইউরোপিয়ান গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতে ইতিহাস সৃষ্টি করবেন কিলিয়ান এমবাপ্পে। কেননা ২০০৩ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার কেউ দ্বিতীয়বার পাননি।

ইউরোপের শীর্ষ লিগে খেলেন এমন ৬০ তরুণ ফুটবলারকে মনোনয়ন দেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য। নিয়ম অনুযায়ী এই অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া খেলোয়াড়দের বয়স ২১ বছরের কম হতে হবে।

ফরাসি স্ট্রাইকারের সঙ্গে এই তালিকায় রয়েছেন- তিমোথি উইয়েহ, ক্রিস্টিয়ান পুলিসচিস, ফিল ফোডেন ও আশরাফ হাকিমির মতো প্রতিভাবানরা। তবে শেষ এক বছর স্বপ্নের মতো কেটেছে এমবাপ্পের। জাতীয় দল ফ্রান্সের হয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছেন তিনি। ফাইনালের মঞ্চে করেছেন গোল। এছাড়াও এর আগে ক্লাব পিএসজির হয়ে ঘরোয়া ডাবলও জিতেছেন এমবাপ্পে।

উল্লেখ্য, গতবছর গোল্ডেন বয় পুরস্কার পেয়েছেন এমবাপ্পে। যেখানে এমন সম্মানীয় ট্রফিটি লিওনেল মেসি, ওয়েন রুনি, সেস ফেব্রেগাস, সার্জিও আগুয়েরো, মারিও বালোতেল্লি, মারিও গোতজে, পল পগবা ও রাহিম স্টারলিংয়ের মতো তারকাদের হাতেও উঠেছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি