ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শুভ জন্মদিন মুস্তাফিজ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টাইগার ক্রিকেটের অপার এক বিস্ময়ের নাম মুস্তাফিজুর রহমান। কাটার বয় খ্যাতিটা এতদিন পাকিস্তান-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ান বোলারদের দখলে থাকলেও ছোটো দেশ বাংলাদেশের ক্রিকেটে কাটার তকমাটা তো তিনিই এনেছেন। আজ সেই বিস্ময় বালকের জন্মদিন।

১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরার কালিগঞ্জে জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান এই নক্ষত্র। বড় ভাইয়ের হাত ধরে পাড়ার ক্রিকেটে যাত্রা শুর করলেও, মুস্তাফিজুর রহমান এখন বিশ্ব ক্রিকেটেরই বিস্ময়। অপার সম্ভাবনা নিয়ে জন্ম নেওয়া এই ক্রিকেটারের কীর্তি আজ বিশ্বজুড়ে সমাদৃত।

দ্যা ফিজ বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রথম দুই ওয়ানডে ম্যাচে এগারোটি উইকেট লাভ করেন। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি উভয় একদিনের আন্তর্জাতিক এবং টেস্টের অভিষেকে `ম্যান অফ দ্যা ম্যাচ` পুরস্কার লাভ করেন। ক্যারিয়ারে এ পর্যন্ত ৩০টি ওয়ানডে, ২৭টি টি-২০ এবং ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ৫৬ , টি টুয়েন্টিতে ৪৭ ও টেস্টে ২৬ উইকেটসহ মোট ১২৯টি উইকেট লাভ করেন তিনি।

২০১৫ সালের এপ্রিলে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-টোয়েন্টিতে অভিষেক হয় এক নতুন বিস্ময়ের। পাকিস্তানের বিপক্ষের ওই ম্যাচে জয় পেতে ভূমিকা রেখেছিলেন। দুই মাস পর ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের পর দ্রুত পেয়ে যান ‘কাটার মাস্টারের’ খ্যাতি। ২০১৬ সালে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েই চ্যাম্পিয়ন। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে হয়ে গেলেন সেরা উদীয়মান খেলোয়াড়। সঙ্গে ‘দ্য ফিজ’ সুযোগ মিলল কাউন্টি খেলারও। ইনজুরির সঙ্গে লড়াই করে ফিরেছেন মাঠে ঠিকই। বারবার প্রমাণ করেছেন নিজেকে। ধীরে ধীরে হয়ে উঠেছেন ভরসার প্রতীক। আজ বৃহস্পতিবার ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের ২৩তম জন্মদিন।

ঘরের মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সাদা পোশাকে খেলেতে নেমে নিজের যোগ্যতা ফের প্রমাণ করেন এই তরুণ তারকা। এছাড়াও ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে নেমেই চমক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে মুস্তাফিজ তুলে নেন মোট ৫ উইকেট। অন্যদিকে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৭ উইকেট তুলে নিয়ে টাইগারদের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি