ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

রশিদ জুজু নয়, তাকে চ্যালেঞ্জ মনে করি না: মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের দেরাদুনে যে হোয়াইট ওয়াশের লজ্জাটা পেয়েছিল টাইগাররা, তার নেপথ্যে খলনায়কের ভূমিকায় তো ছিলেন কেবলই আফগানি স্পিনার রশিদ খান। তিন ম্যাচে মাত্র ৪.৪৫ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে একরকম বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছিলেন তিনি। এবার এশিয়া কাপেও রশিদকে মোকাবেলা করতে হবে টাইগার ব্যাটসম্যানদের। তবে রশিদ খানকে জুজু বলতে নারাজ টাইগার ক্রিকেটের দলপতি মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বললেন, রশিদকে ভয় পাওয়ার কিছু নেই। এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। এতে আরও সময় পাওয়া যাবে। টি-টোয়েন্টির মতো তাকে অত ফাস্ট খেলতে হবে না। তবে মনে রাখতে হবে রশিদ খান বিশ্বমানের লেগ স্পিনার। গতি, বাউন্স, গুগলি দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে সে।

এদিকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে যাত্রা করছে এবারের এশিয়া কাপ। আর এই ম্যাচে জয়ভিন্ন কিছু ভাবছে না টাইগার ক্রিকেটাররা, এমনটাই জানিয়েছেন দ্য ম্যাশ। মাঠের পরীক্ষিত সৈনিক মাশরাফি বলেন, লংকানদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য মহাগুরুত্বপূর্ণ। সেটিতে জিতে গেলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়ে যাবে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারলে রশিদ খানকে ভালোভাবে সামলানোর সাহস পাওয়া যাবে।]

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি