ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

সন্ধ্যা ৭টায় পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৩৩, ৬ সেপ্টেম্বর ২০১৮

ভুটনাকে ২-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেওয়া সুহিলরা আজ মাঠে নামছেন শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। র‌্যাঙ্কিংয়ে যদিও পাকিস্তান বাংলাদেশের চেয়ে ঢের পিছিয়ে, তবুও দেশটির ফুটবলারেরা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো শক্তিমত্তা রাখে। গত ম্যাচে শক্তিশালী নেপালকে হারিয়ে তারই প্রমাণ দিয়েছে দলটি।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের জালে দুই গোল করে দিয়েছেন। তবে পাকিস্তান নিজেদের জালে এক গোল খেলেও, কোনো গোল হজম করেনি তপু-সুহিল-জামালরা। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

এদিকে অ্যাটাকিং কি মিড ফিল্ড-দুই জায়গায় সমানে সমান লড়াই হবে, এমনটাই আশা করা হচ্ছে। পাকিস্তানের যেমন রয়েছে মোহাম্মদ রিয়াজ, বাংলাদেশের রয়েছে মাহবুবুর রহমান সুহিল, পাকিস্তানের যেমন রয়েছে মোহাম্মদ আদিল, বাংলাদেশের রয়েছে জামাল ভূঁইয়া। তাই শক্তিমত্তার দিক দিয়ে সমানে সমান লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: শহিদুল আলম সোহেল (গোলরক্ষক); ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, টুটুল হোসেন, ওয়ালি ফয়সাল; মাঝমাঠ: জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি (ইমন বাবু); আক্রমণ ভাগ: মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ ও সাদউদ্দিন (ফয়সাল মাহমুদ) (মামুনুল ইসলাম)।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি