ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

প্রথমার্ধ গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান লড়াই  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:১০, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ-পাকিস্তানের খেলায় প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে। ভুটানের বিরুদ্ধে জয় দিয়ে খেলা শুরু হলেও আজকের খেলায় গোলের দেখা পায়নি বাংলাদেশ। খেলা দেখার জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে সমর্থক বেড়ে গেছে বাংলাদেশের। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাই দর্শকরা প্রায় ভরিয়ে দিয়েছে গ্যালারি। তবে সমর্থকদের মন ভরাতে পারছেন না জামাল ভুঁইয়ারা।

বাংলাদেশ এ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদের পরিবর্তে ইংলিশ কোচ জেমি ডে একাদশে রেখেছেন অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামকে।   

প্রথমার্ধে বাংলাদেশ গোল করার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং স্বাগতিকরাই একবার রক্ষা পায় গোল হজম থেকে। ৯ মিনিটে পাকিস্তানের ফরোয়ার্ড মোহাম্মদ আলীর হেড গোলরক্ষক শহিদুল আলম সোহেল লাফিয়ে ফিস্ট করে বাইরে পাঠান।

বাংলাদেশ দল : শহিদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান সুফিল ও সাদউদ্দিন।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি