ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

‘রোনালদোকে নিয়ে চ্যাম্পিয়ন লিগের আশা করতে পারে জুভেন্তাস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে জুভেন্তাস চ্যাম্পিয়ন্স লিগের আশা করতে পারে বলে মন্তব্য করেছেন লিওনেল মেসি। সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানালেন তিনি।

মেসি বলেন, রোনালদোর ট্রান্সফার মাদ্রিদের জন্য যেমন ক্ষতি, তেমনই তার অন্তর্ভুক্তিতে জুভেন্তাস এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম দাবিদার। রোনালদোর প্রস্থানে রিয়াল মাদ্রিদ দলটার ভারসাম্য নষ্ট হবে। চ্যাম্পিয়ন্স লিগে যার ফল ভুগতে হবে তাদের।

ফুটবল তারকা আরও বলেন, জুভেন্টাস দলে এমনিতেই প্রতিভার অভাব নেই। তার উপর রোনালদোর উপস্থিতি নিশ্চিতিভাবে দলের শক্তি কয়েকগুণ বাড়িয়ে দেবে।

উল্লেখ্য, ১০০ মিলিয়ন ডলারের বিনিময়ে নতুন মৌসুমে জুভেন্টাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সিআরসেভেন। কিন্তু প্রথম দিকে এই ঘটনা একেবারেই মেনে নিতে পারেননি অনেক তারকা।

এমএইচ/একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি