ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

উয়েফা নেশন্স লিগে ফ্রান্স-জার্মানির গোলশূন্য ড্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

উয়েফা নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও গ্রুপ পর্ব থেকে বাদ পড়া জার্মানি। জার্মানির ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরেনায় দল দুটি মুখোমুখি হয়। খেলায় ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ঘাম ঝরিয়ে ছেড়েছে গ্রুপ পর্বে বাদ পড়া জার্মানি।

শুধু ফ্রান্স গোলরক্ষক আলফন্সো আরিওলার কৃতিত্বেই পরাজয়ের লজ্জা থেকে বাঁচতে পেরেছে দলটি।

অনেক বার ফ্রান্সের রক্ষণ দুর্গ কাঁপিয়েও গোল করতে পারেনি জার্মানরা। ফলে যা হওয়ার হয়েছে তাই। গোলশূন্য ড্র’তেই শেষ হয়েছে দুই দলের ম্যাচটি।

ঘরের মাঠে শুরু থেকেই ফ্রান্সকে কোণঠাসা করে রাখে জার্মানি। মাঝমাঠের পূর্ণ দখল নিয়েও সে অর্থে জোরালো আক্রমণ করতে পারছিল না তারা।

এদিকে ৩৫তম মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন ম্যাট হামেলস। টনি ক্রুসের কর্ণার থেকে আন্তনিও রুডগার ফ্লিক করে সামনে বাড়ালে ফাঁকায় বল পেয়ে যান হামেলস। কিন্তু জায়গা পেয়েও বারের বাইরে চলে যায় বল।

পরে দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ দিয়ে শুরু হয়। সমান তালে চলতে থাকে গোল মিসের মহড়াও।

জার্মান দল শক্ত আক্রমণ করলেও তা ঠেকিয়ে দেয় ফ্রান্স গোলরক্ষক আরিওলার। যার ফলে নির্ধারিত ৯০তম মিনিটে গোলের দেখা পায়নি কোনও দল।

আগামী রোববার দ্বিতীয় গ্রুপ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

এমএইচ/একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি