ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ভারতই চাপে থাকবে-হাসান আলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গেল এশিয়াকাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতে পাকিস্তান। তবে এবার সেমি বা ফাইনাল নয় প্রথম রাউন্ডেই মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর এ ম্যাচে ভারত চাপে থাকবে বলে আগাম হুশিয়ারি দিয়েছেন পাক পেসার হাসান আলী।

ভারত-পাকিস্তান সবশেষ মুখোমুখি হয় গেল গ্রীষ্মে ইংল্যান্ডে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কোহলি বাহিনীকে নাচিয়ে ছাড়েন সরফরাজরা। ১৮০ রানে জিতে শিরোপা নিয়ে দেশে ফেরেন তারা। সেই জয়ই আত্মবিশ্বাস জোগাচ্ছে হাসানকে। ১৩ উইকেট নিয়ে দেশবাসীকে প্রথমবারের মতো সেই শিরোপা জয়ের আনন্দে ভাসতে অসামান্য ভূমিকা রেখেছিলেন হাসান। এবারও জয়ের নায়ক হতে চান তিনি।

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নেপথ্য কারিগর বলেন, আমরা এখন দারুণ ফর্মে আছি। সবশেষ দেখায় আমরাই জিতেছি। নাস্তানাবুদ হয়ে হেরেছে ভারত। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারাই চাপে থাকবে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি