ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

মেয়ের সাফল্যে শচিনের ঘরে আনন্দের বন্যা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের জনপ্রিয় ক্রিকেট মহতারকা শচিন টেন্ডুলকার। সেই ক্রিকেট ইশ্বরের ঘরে বইছেন এখন আনন্দের বন্যা। আনন্দের মূল কারণ জনপ্রিয় এই তারকার মেয়ে স্নাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন’ থেকে মেডিসিন বিষয়ে স্নাতক সম্মানে পড়াশোনা করছিলেন।

সারা নিজের টুইটারে অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করে স্নাতক শেষ করার আনন্দের সংবাদ সাবাইকে জানিয়ছেন। তিনি মোট পাঁচটি ছবি শেয়ার করেছে।

এর মধ্যে দু’টি ছবিতে রয়েছেন শচিন ও স্ত্রী অঞ্জলি। গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জন করার খুশিতে একটি ভিডিও রয়েছে সেই ফোটো সিরিজের মধ্যে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি