ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

যে কারণে ওয়ানডে স্কোয়াডে মুমিনুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মমিনুল হক। বাংলাদেশ টেস্ট দলের অপরিহার‌্য অংশ। টেস্টে তাকে বাংলাদেশ দলের মিস্টার ওয়াল হিসেবেই চেনে। তাঁর সব রেকর্ডও টেস্ট ম্যাচে। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ ওয়ানডে দলে ডাক পেয়েছেন এই মিডলঅর্ডার।

তাও আবার এশিয়া কাপের মতো বড় আসরে। যদিও ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন না তিনি। পরে ১৬তম ক্রিকেটার হিসেবে যুক্ত করা হয় মুমিনুলের নাম। কেন শেষ মুহূর্তে তাকে দলে অন্তর্ভুক্ত করা হলো এমন প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গতকাল শুক্রবার নিজ বাসভবনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্কোয়াডে মমিনুলের অন্তর্ভুক্তি, সাকিব-তামিম-শান্ত’র ইনজুরি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক।

মুমিনুলকে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, ব্যাকআপ হিসেবে বাড়তি প্লেয়ার লাগতে পারে। সেই হিসেবে মুমিনুলকে নেওয়া। শান্তর আঙ্গুলে একটু ব্যথা আছে। ওর পাঁচ দিনের মত সময় লাগতে পারে, সম্পূর্ণ ফিট হতে। আর তামিম ইকবালের পুরনো ব্যথা আছে, সেটাও আঙ্গুলের। ফিজিওর কাছ থেকে পাওয়া রিপোর্টে কোন সমস্যা নেই। টুর্নামেন্ট চলাকালে যদি কোনো সমস্যা হয়, খেলা শুরু হওয়ার আগে যদি কোন সমস্যা হয়... তাহলে ব্যাকআপ হিসেবে বাড়তি প্লেয়ার লাগতে পারে। সেই হিসেবে মুমিনুলকে নেওয়া।

মমিনুলকে স্কোয়াডে অন্তর্ভূক্তি প্রসঙ্গে নান্নু আরও বলেন, আমরা একজন ব্যাকআপ প্লেয়ার দিয়ে রাখলাম, এই যাহ। ইনকেইস শান্তর হাতের ব্যথা রিকভারি করার পর যদি আবার ব্যথা বাড়ে সেই চিন্তা থেকে মুমিনুলকে নেওয়া। যাতে সামনে কোনো সমস্যা হলে আমাদের হাতে ব্যাকআপ থাকে।

সাকিব ও অন্যান্যদের ইনজুরি ইস্যুতে নান্নু বলেন, ফিজিও`র কাছ থেকে এমন কোনো রিপোর্ট পাই নি। কথা বাইরে কি হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। ফিজিও যেহেতু বলছে শতভাগ ফিট আছে তাহলে কোন সমস্যা হওয়ার কথা না।

সাকিব ইস্যুতে কোন খবর নেই আমাদের কাছে। সে সার্জারিতে যাবে, এসব নিয়ে অনেক কথা হচ্ছে। ডাক্তারের কাছ থেকে আমরা কোন আপডেট পাই নি। আমরা জানি সে খেলার মত ফিট আছে। আশা করি সে পুরো টুর্নামেন্টে খেলতে পারবে।

ওপেনিং জুটি নিয়ে ফের কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে কি-না এ প্রশ্নের জবাবে নান্নু বলেন, এই মুহূর্তে কোন চিন্তাভাবনা নেই। আমরা সেরা দলটাই খেলাব। দল নিয়ে আমরা কোন পরীক্ষা-নিরীক্ষায় যাবো না। যেই স্কোয়াড দেয়া হয়েছে, সেটাই আমাদের সেরা দল।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি