ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে অনিশ্চিত তামিম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আর কয়েক দিন পর শুরু হবে এশিয়া কাপের ১৪তম আসর। ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উন্মোচন হবে এ আসরের।

উদ্বোধনী এ ম্যাচে তামিমের মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও প্রধান নির্বাচক বলেছিলেন, আঙুলে একটু ব্যথা। তবে, চোট আরেকটু গুরুতর। ছোট্ট চিড় ধরা পড়েছে তামিম ইকবালের ডান হাতের অনামিকায়। ফলে এশিয়া কাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।

তামিম এ চোট পেয়েছিলেন সপ্তাহ খানেক আগে ফিল্ডিং অনুশীলনে। শুরুতে বড় কিছু ভাবা হয়নি। পরে ব্যথা না কমায় স্ক্যান করানো হয়। তাতে যা ধরা পড়েছে, চিকিৎসকেরা সেটিকে বলছেন ছোট ‘ক্র্যাক।’ তামিমের খেলার সম্ভাবনা কতটুকু এ নিয়ে জানা গেছে। তার খেলার সম্ভাবনা রয়েছে ‘ফিফটি-ফিফটি বলে টিম ম্যানেজমেন্টের একটি সূত্রে জানা গেছে।

এই চোট সমস্যাগুলোর কারণেই বৃহস্পতিবার এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে যোগ করা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হককে। তাকে নিয়ে বাংলাদেশ দল এখন ১৬ জনের।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি