ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ভারতের জন্য তৈরি পাকিস্তান: সরফরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের সীমানা হোক আর ক্রিকেট মাঠ, ভারত-পাকিস্তান মানেই বিশেষ আলোচনা ও আকর্ষন। ব্যতিক্রম নয় এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দেশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে।

ওই ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ সাংবাদিকদের বলেন, ভারতের বিরুদ্ধে সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আমাদের চেষ্টা থাকবে ওই ম্যাচটার আগেই নিজেদের সেরা ফর্মে চলে আসা। প্রথম ম্যাচে জিতে আমাদের আত্মবিশ্বাসটা তৈরি করে নিতে হবে।

এর আগে সরফরাজের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে বিরাট কোহলির ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে নামার আগে অবশ্য হংকংয়ের সঙ্গে খেলবে পাকিস্তান। সরফরাজ চান সেই ম্যাচে দারুণ ভাবে জিতে মহারণের জন্য তৈরি থাকতে।

প্রথমে এবারের এশিয়া কাপের আয়োজনের কথা ছিল ভারতের। কিন্তু বিভিন্ন কারণে তা পরবর্তীতে সরে যায় সংযুক্ত আরব আমিরাতে।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ১৪তম আসরটি শেষ হবে ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি