ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

দীর্ঘ ২ বছর পর দলে স্টেইন, টার্গেট বিশ্বকাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দিনে দিনে বেলা বাড়িছে মেলা, তবুও যে ফুরোয়নি রোদের তেজ-সেটা আবারও প্রমাণ করতে দীর্ঘ দুই বছর পর দলে ডাকা হয়েছে প্রোটিয়া পেসার ডেল স্টেইনকে। বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়েছে বিশ্বসেরা এ পেসারকে।

সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে প্রোটিয়াদের হয়ে ওয়ানডে খেলেছিলেন স্টেইন। এরপর দলের বাইরে থাকলেও বিশ্বকাপ খেলার ইচ্ছে ব্যক্ত করেছিলেন তিনি। ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই আসরকে সামনে রেখেই আবারও দলে ফিরলেন এই গতিতারকা।

শ্রীলঙ্কায় সর্বশেষ ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা ইমরান তাহিরও ফিরেছেন দলে। তার সঙ্গে আছেন দুই স্পিনার কেশভ মহারাজ আর তাবারেজ শামসি। জেপি ডুমিনিও ব্যাটিংয়ের সঙ্গে স্পিন বোলিং করতে পারেন। সবমিলিয়ে চার স্পিনারকে প্রস্তুত রাখছে প্রোটিয়ারা।

টি-টোয়েন্টি দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গিহাহন ক্লোয়েটে, জুনিয়র ডালা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, রবি ফ্রাঙ্কলিন, ইমরান তাহির, ক্রিশ্চিয়ান জোঙ্কার, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, ডেন পিটারসন, আন্দেলো ফেহলুখায়ো, তাবারেজ শামসি, রসি ভ্যান ডার ডাসেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি