রোমাকে উড়িয়ে দিল রিয়াল
প্রকাশিত : ০৮:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৮:১০, ২০ সেপ্টেম্বর ২০১৮
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা দুর্দান্ত হল রিয়াল মাদ্রিদের। ম্যাচের পুরোটা সময় দাপটের সঙ্গে খেলে ইতালিয়ান ক্লাব রোমাকে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-০ গোলে জিতেছে হুলেন লোপেতেগির দল। নিজেদের মাঠে খেলতে নেমে অধিকাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল।
আক্রমণ করতে থাকা রিয়াল ৩৮তম মিনিটে গোলবঞ্চিত হয় গোলরক্ষকের দৃঢ়তায়। সের্হিও রামোসের হেড লাফিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান রবিন ওলসেন। তবে প্রথমার্ধে ইসকোর গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের ৪৫তম মিনিটে ফ্রি কিক থেকে আসে স্প্যানিশ এই ফরোয়ার্ডের গোলটি।
বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল। ম্যাচের ৫৮তম মিনিটে সাফল্যের দেখা পান বেল। মদ্রিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে জালে পাঠান এই উইঙ্গার। শেষ দিকে দুর্দান্ত এক গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেন বেলের বদলি নামা মারিয়ানো। রোমা শেষ পর্যন্ত কোনও গোলের দেখা না পাওয়ায় বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়ে রিয়াল।
একে//










