ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ২১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

হাসিন জাহান-মুহাম্মদ শামির দাম্পত্য কলহ এখন থামবার কোনও অবকাশ নেই। এবার আরও সমস্যায় পড়লেন ভারতীয় এই পেসার।

গতকাল বৃহস্পতিবার আদালতে সশরীরের হাজিরা দেওয়ার কথা ছিল মুহাম্মদ শামির। কিন্তু তিনি এলেন না। আলিপুর সিজেএম আদালতে শামির অনুপস্থিতির কথা জানান তার আইনজীবী। আর তাতেই আদালত কড়া সিদ্ধান্ত নিল শামির বিরুদ্ধে।

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে চেক বাউন্স-এর মামলা করেছিলে হাসিন। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা ছিল ভারতীয় এই পেসারের। কিন্তু শামি এ দিন হাজির থাকতে পারেননি। এই মামলার পরবর্তী শুনানি ১৪ নভেম্বর। সে দিন শামিকে যে কোনওভাবে আদালতে হাজির থাকতে হবে। এমনই জানিয়েছেন আলিপুর আদালতের বিচারপতি। ১৪ নভেম্বর হাজিরা না দিলে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

ব্যক্তিগত জীবনে এত অশান্তির পরেও শামি কিন্তু পারফরম্যান্সে তেমন কো প্রভাব পড়তে দেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কার্যকরী বোলার হিসেবে শামিকে পাওয়া গেছে। ফর্ম নিয়ে সাময়িক সমস্যা থাকলেও তিনি এখন তা কাটিয়ে উঠেছেন। আবারও ছন্দেও ফিরেছেন শামি। সূত্র: জিনিউজ 

কেআই/ একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি