ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

পাকিস্তানকে রুখতে ২৫৮ রানের টার্গেট দিল আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ২১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এশিয়া কাপে এবার চমক হয়ে দেখা দিয়েছে টিম আফগানিস্তান। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও গত বারের রানার্সআপ বাংলাদেশকে বড় ব্যবধানে হারায় আফগানরা। আর সে ধারাবাহিকতা ধরে রাখতে সুপার ফোরের প্রথম ম্যাচে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানকে ২৫৮ রানের টার্গেট দিল আজগর আফগানরা।

এদিকে এশিয়া কাপে আফগান ব্যাটসম্যান হাশমত উল্লাহ শাহিদীর নিজের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতেই শেষ হয়ে যায় নির্ধারিত ৫০ ওভার। গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর আজকের ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রেখেছেন শাহিদী। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন শাহিদী।

এছাড়া আরেক ব্যাটসম্যান ও অধিনায়ক আজগর আফগান তুলে নিয়েছেন ক্যারিয়ারের নিজের অষ্টম হাফ সেঞ্চুরি। এদিকে রহমত শাহ ৩৬ ও মোহাম্মদ শাহজাদ করেন ২০ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট তুলে নিয়েছেন পাক পেসার মোহাম্মদ নওয়াজ। ১০ ওভার বল করে ৫৭ রান খরচে তিন উইকেট তুলে নেন তিনি।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি