ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

প্রিমিয়ার লিগে বড় জয় লিভারপুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

লিগের ষষ্ঠ রাউন্ড পর্যন্ত অল উইন রেকর্ড বজায় রাখল লিভারপুল। নিজেদের মাঠে সহজেই সাউদাম্পটনকে হারিয়েছে তারা।

শনিবার রাতে অ্যানফিল্ডে সাউদাম্পটনকে ৩-০ গোলে হারাল ইয়ুর্গেন ক্লপের দল। গত লিগে প্রতিপক্ষের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল তারা।

এদিন ম্যাচের দশম মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ২১তম মিনিটে ‘রেডস’দের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মাটিপ। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

দ্বিতীয়ার্ধে আর কোনও গোল করতে পারেনি ক্লপের ছেলেরা। অন্যদিকে, ডেডলক ভেঙে ব্যবধান কমাতে ব্যর্থ হয় সাউদাম্পটনও। সাউথ্যাম্পটন শেষ পর্যন্ত চলতি লিগে ছয় ম্যাচে তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে।

এ জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে লিভারপুল। ম্যানচেস্টার সিটি ১৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পাঁচ ম্যাচের সবগুলোতে জয় পাওয়া চেলসি ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি