ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

মাত্র ৩৭ মিনিটেই চ্যাম্পিয়ন জোকার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ১৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:২৩, ১৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

খেলার মাঠে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন নোভাক জোকোভিচ। এই মৌসমে  দুটি গ্র্যান্ড স্ল্যাম-উইম্বলডন ও ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আর সাংহাই মাস্টার্স ফাইনালে তাঁর সামনে দাঁড়াতেই পারলেন না ক্রোয়েশিয়ার বোরনা চোরিচ। নোভাক জিতলেন ৬-৩,  ৬-৪ গেমে, তাও মাত্র ৩৭ মিনিটে। সেই সঙ্গে এখানে এ নিয়ে চার বার সাংহাই মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন জোকার।   

ক্রোট প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকে দাপটে খেলা দেখাতে শুরু করেন সার্বিয়ান এই তারকা। ৩১ বছর বয়সী জোকারের সামনে এদিন অসহায় দেখাল প্রতিযোগিতার ১৩ নম্বর বাছাই চোরিচকে। কোন প্রতিরোধই গড়তে পারলেন না ক্রোট তারকা। এটিপি-র  নতুন ক্রমতালিকায় রজার ফেডেরারকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এলেন নোভাক জোকোভিচ।  টানা ১৮ ম্যাচে জয়ী নোভাক তাড়া করছেন বিশ্বের এক নম্বর রাফায়েল নাদালকেও। 

টেনিস বিশ্লেষকরা বলছেন, এভাবে খেলে যেতে পারলে তাঁর এক নম্বরে ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৌসুম শেষে কিন্তু সিংহাসনের খুব কাছে জোকার। (সুত্রঃ জি-২৪)   

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি