ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মেসির সঙ্গে কোনো দিনও খেলব না: মদ্রিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ১৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:৪৬, ১৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সবাইকে চমকে দিলেন রাশিয়া বিশ্বকাপের গোল্ডেনবল জয়ী ক্রোট তারকা লুকা মদ্রিচ। এক সাক্ষাত্কারে বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদোকে অন্য উচ্চতার ফুটবলার বললেও, লিওনেল মেসি সম্পর্কে এক অন্য সুর শোনা গেল এলএমটেনের গলায়। ক্লাব ফুটবলে মেসির সতীর্থ হতে চান না মদ্রিচ। 

চলতি বছর ফিফা এবং উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। প্রাক্তন রিয়াল সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে এই সাফল্য পেয়েছেন তিনি। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছেন। রোনালদোর সঙ্গে এখন তিনি আর একই ক্লাবে খেলেন না। কিন্তু তাদের সম্পর্কও আজও বন্ধুর মতোই।

বন্ধু রোনালদো সম্পর্কে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো অন্যান্য ফুটবলারের তুলনায় অন্য স্তরের একজন খেলোয়াড়, যখন তার রিয়াল ছাড়ার গুজব উঠেছিল তখন আমরা লকার রুমে বেট করেছিলাম, আমাদের মধ্যে বেশিরভাগই নিশ্চিত ছিলেন যে তিনি থেকে যাচ্ছেন।’ তবে জিনেদিন জিদান এবং ক্রিস্টিয়ানো রোনালদো কোনও দিন রিয়াল ছাড়বেন ভাবতেই পারেননি লুকা মদ্রিচ।

তবে আর এক তারকা ফুটবলার লিও মেসি সম্পর্কে কিন্তু অন্য সুর শোনা গেল তার মুখে। এক সাক্ষাত্কারে মেসিকে নিয়ে তিনি জানান, ‘আমি ওর (মেসি) বিরুদ্ধে খেলি ওর সঙ্গে নয়। হ্যাঁ, মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমি ওর সঙ্গে কোনও দিনও খেলব না।’ আগামী ২৮ অক্টোবর চলতি মৌসুমে লা লিগায়  প্রথম এল ক্লাসিকোতে স্যান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি