ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ম্যাচ পাতানোর অভিযোগ স্বীকার করলেন পাক স্পিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের সাবেক ক্রিকেট স্টার দানেশ ক্যানেরিয়া তার বিরুদ্ধে ছয় বছর আগে আনা ম্যাচ পাতানোর অভিযোগের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

সম্প্রতি কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ স্বীকার করে নেন। 

ক্যানেরিয়া ছিলেন পাকিস্তান দলের অন্যতম সফল স্পিনার । ম্যাচ পাতানোর অভিযোগে ২০১২ সালে ক্রিকেট বোর্ড আজীবনের জন্য তাকে নিষিদ্ধ করে। তখন থেকে নিজেকে নির্দোষ দাবী করে আসছিলেন ক্যানেরিয়া।  

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ক্যানেরিয়া বলেন, ‘আমার নাম দানেশ ক্যানেরিয়া এবং আমি স্বীকার করে নিচ্ছি যে, আমার বিরুদ্ধে ২০১২ সালে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড যে দুটি অভিযোগ এনেছিলেন তা সত্য।

এ কাজের জন্য অনুশোচনা প্রকাশ করে তিনি বলেন, এই কাজের জন্য আমার দেশ, দল, বন্ধু-বান্ধব এবং পরিবারের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।     

তিনি বলেন, ক্রিকেট কর্তপক্ষের অভিযোগগুলো অস্বীকার করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।  

২০০৯ সালে ডুরহাম এবং এ্যাসেক্সের মধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলাকালীন স্পট ফিক্সিং-এর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এজন্য তাকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। কেনেরি ৬১ টেস্ট ম্যাচ খেলে ২৭৬ টি আন্তর্জাতিক ইউকেট অর্জন করেন।

তথ্যসূত্র: আল জাজিরা

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি