ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সর্বকালের সেরা অ্যাথলেট মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ১৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আর্জেন্টিনার হয়ে এখনও পর্যন্ত বড় কোনও টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি লিওনেল মেসি। তবে একটি বিশ্বকাপ জিতলেই অমরত্ব পেয়ে যাবেন আর্জেন্টাইন তারকা। মর্যাদা পাবেন সর্বকালের সেরা ফুটবলারের। তবে এখনও তা সুদূর পরাহত। কিন্তু সর্বকালের সেরা অ্যাথলেটের খেতাব পেয়ে গেলেন তারকা ফুটবলার।

সেরা অ্যাথলেট নির্বাচনে সম্প্রতি সোশ্যাল মিডিয়া টুইটারে ভোট পরিচালনা করে বিশ্ববিখ্যাত ক্রীড়া সাময়িকী স্পোর্টবাইবেল। তাতে মোহাম্মদ আলি, রজার ফেদেরার ও মাইকেল জর্ডানকে হারিয়ে সর্বকালের সেরা অ্যাথলেট হন ছোট ম্যাজিসিয়ান।

বার্সার সুপারস্টার পেয়েছেন ২২ হাজার ভোট। দ্বিতীয় হয়েছেন বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলি। সর্বকালের সেরার দৌড়ে ফুটবলের বরপুত্রের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার। শেষ পর্যন্ত মাত্র ২ শতাংশ ভোট কম পেয়ে পরাজয় বরণ করতে হয়েছে মার্কিন বক্সারকে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি