ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

আজ চট্টগ্রামে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা ও সিলেট ঘুরে আইসিসি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ট্রফি আজ আসছে চট্টগ্রামে। সকালের ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আনা হবে ট্রফি। সেখান থেকে নেয়া হবে এমএ আজিজ স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চট্টগ্রাম ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল।

তিনি জানান, স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন টেনিস কোর্টে নির্মিত মঞ্চে ট্রফিটি প্রদর্শিত হবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে আধ ঘণ্টার জন্য ইউনিসেফের আয়োজনে নগরীর সুবিধাবঞ্চিত শিশুরা ট্রফিটি দেখার সুযোগ পাবে। তারা ফটোসেশনেও অংশ নেবে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্রিকেটভক্তদের জন্য উন্মুক্ত থাকবে ট্রফি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং বিসিবি মিডিয়া কমিটির আহ্বায়ক আলী আব্বাস উপস্থিত থাকবেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি