ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সবচেয়ে কম বয়সে ৫ গোল করে রেকর্ড লুকা জুভিকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জামার্নির বান্দেরস লীগের খেলায় সবচেয়ে কনিষ্ঠ খেলোয়ার হিসেবে পাঁচ গোল করে রেকর্ড গড়েছেন ইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট দলের খেলোয়ার লুকা জুভিক।

শুক্রবার খেলায় তার এই পাঁচ গোলের সুবাধে ফরচুনা ডাসেলড্রফকে ৭-১ গোলে হারিয়েছে লুকা জুভিকের দল ইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট।

২০ বছর বয়সী সার্বিয়ান এই ফরওয়ার্ড ২৬ মিনিটের মাথায় ইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের হয়ে এক গোলের সুবাধে ফরচুনা ডাসেলড্রফকে ২-০ গোলে পিছিয়ে দেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

পরে যথাক্রমে ৩৪, ৫৫, ৬৯ এবং ৭২ মিনিটের মাথায় আরো চারটি গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। জুভিকের হ্যাট্টিকটি আসে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দশ মিনিট পরেই।

বাকী দুটি গোল করেন ইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট দলের অন্যতম খেলোয়ার হ্যালার। তিনি দলের হয়ে ২০ এবং ৫০ মিনিটে দুটি গোল পান।

এদিকে জামার্নির বান্দেরসলীগের খেলায় ৭ গোল নিয়ে গোল করার দিক থেকে লুকা জুভিক সবার শীর্ষে রয়েছেন। 

তথ্যসূত্র: বিবিসি

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি