ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

গোল করে আর্সেনালকে জিতালেন ওজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ২৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:৫৫, ২৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে মেসুত ওজিল ও পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের নৈপুণ্যে লেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছন আর্সেনাল। এ নিয়ে টানা সম্পম জয় তুলে নিল দলটি।  

সোমবার রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই খেলায় ৪৫ মিনিটে গোল পান ওজিল। পরে তিনি আউবামেয়াংয়ের দুটি গোলেই অবদান রাখেন।

এদিকে ম্যাচ শুরুর ৩১তম মিনিটের মাথায় কিছুটা দুর্ভাগ্যজনকভাবে গোল খেয়ে বসে আর্সেনাল। বিরতির আগে ওজিলের দারুণ নৈপুণ্যে সমতায় ফেরে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার উইলফ্রেডের হেড ক্রসবারের লাগলে বেঁচে যায় আর্সেনাল। কিছুক্ষণ পর তিন মিনিটের ব্যবধানে আউবামেয়াংয়ের জোড়া গোলে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে দলটি। দুটি গোলেই অবদান রাখেন ওজিল।

ইংলিশ প্রিমিয়ার লিগে নয় ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

তথ্যসূত্র: বিবিসি

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি