ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

৭৫ রান করা টেইলরকে ফেরালেন মাহমুদউল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ২৪ অক্টোবর ২০১৮

জিম্বাবুয়ের তৃতীয় উইকেট জুটি বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছিল দলকে। এই প্রতিরোধ ভাঙতে মাহমুদউল্লাহ রিয়াদের উপর আস্থা রাখেন অধিনায়ক মাশরাফি। মাহমুদুল্লাহ আস্থার প্রতিদান দিয়েছেন। ফিরিয়ে দিয়েছেন দ্রুত রান তোলা ব্রেন্ডন টেইলরকে।

কোনো কিছুতেই কাজ হচ্ছিল না দেখে ৩০তম ওভারে মাহমুদউল্লাহকে বোলিংয়ে আনেন মাশরাফি বিন মুর্তজা। তাতে মিলে সাফল্য। অফ স্পিনে মাহমুদউল্লাহ ফিরিয়ে দেন জিম্বাবুয়ের কিপার ব্যাটসম্যানকে।

মুখোমুখি হওয়া প্রথম বলে মাহমুদউল্লাহকে ইন সাইড আউটে দারুণ এক বাউন্ডারি হাঁকান টেইলর। পরের বলটি রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে না পেরে ফিরে যান এলবিডব্লিউ হয়ে।

৭৩ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৫ রান করেন টেইলর। তার বিদায়ে ভাঙে ৭৭ রানের জুটি।

এরপরপরই শন উইলিয়ামসকে ফেরালেন পেসার সাইফউদ্দিন। সবে হাত খুলে খেলা শুরু করেছিলেন এ মিডলঅর্ডার। পঞ্চাশ ছোঁয়ার আগেই তাকে বিদায় নিতে হলো। বিদায় করলেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

এর আগে অবশ্য দলকে নিরাপদ স্কোর গড়ে দিয়ে গেছেন টেলরের সঙ্গে জুটি বেধে। টেলব বিদায় নেওয়ার পর সিকান্দার রাজার সঙ্গে জুটি বেধে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছিলেন উইলিয়ামস। এমন সময় সাইফ আঘাত হানেন। মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ৪৭ রানে বিদায় নিতে হলো নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান।

অফ স্টাম্পের বেশ বাইরের বল কাট করতে চেয়েছিলেন উইলিয়ামস। বল ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে। ৭৬ বলে দুটি চারে ৪৭ রান করে ফিরে যান উইলিয়ামস।  

এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের রান ২১৩। ৪৪ ওভারের খেলা চলছিল। উইকেটের পতন হয়েছে ৪ টি।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুওয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, তেন্ডাই চাতারা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ফজলে মাহমুদ রাব্বি, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।

 

সূত্র : ইএসপিএন ক্রিক ইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি