ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

লিটন ও ইমরুলে দারুণ সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ২৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ের দেওয়া ২৪৭ রানের টার্গেট তাড়া করতে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিশ্চিত করতে শুরুতে বুঝেশুনেই খেলছেন দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস। আর এই দুই ব্যাটসম্যানের হাত ধরে দারুণ এক সূচনা পেয়েছে বাংলাদেশ। 

নিজেদের প্রথম ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটের বিনিময়ে ২৪৬ রান। তাই বাংলাদেশের জন্য লক্ষ্য নির্ধারিত হয় ২৪৭ রান। চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকের ম্যাচ জিততে পারলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এর আগে মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানের জয় পায় বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ১৪ বলে ৪ রান করা লিটন দাস এখন পর্যন্ত ২৫ রানে অপরাজিত আছেন। সাথে আছে গত ম্যাচের জয়ের নায়ক ও সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস। ১৭ বলে ১১ রান নিয়ে ব্যাট করছেন এই বাঁ-হাতি।

এখন পর্যন্ত ৮ ওভারে ৪৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি