ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

কোহলিকে কিংবদন্তি বললেন গিলক্রিস্ট!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ২০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০৮, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গাব্বায় ভারতীয় দলের অনুশীলনে হাজির হয়েছিলেন প্রাক্তন অজি উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। সোমবার তাকে অনুশীলনের সময় দেখা যায়।  

বিসিসিআইয়ের টুইটে একটি ছবিতে দেখা গেছে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলছেন গিলি। ছবিতে দুজনেই হাসছেন। যা নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। 

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের উত্তাপের কোনও রেশ দেখা গেল না কোহলি-গিলক্রিস্টের ছবিতে। বরং এক বেসরকারি চ্যানেলের হয়ে বিরাটের সাক্ষাত্কারও নেন গিলক্রিস্ট।  

কোহালির সঙ্গে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অ্যাডাম গিলক্রিস্ট লিখলেন, ‘কিছুটা সময় কাটালাম কিংবদন্তির সঙ্গে। দুরন্ত আত্মবিশ্বাস, গভীর ভাবনা চিন্তার ছাপ দেখলাম। ওর সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভাল লাগল। ধন্যবাদ, বিরাট কোহালি। তোমাকে একদিন খাওয়াতে হবে। ইন্টারভিউটা আসছে...। শুধু তাই নয় এই একই কথা টুইটও করেছেন গিলি।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/এসি  

     


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি