ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

নাঈম ও তাইজুলের প্রশংসা করলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেসেখেলেই জিতেছে বাংলাদেশ। আর এ জয়ের জন্য প্রশংসিত হলেন দলের দুই স্পিনার অভিষিক্ত নাঈম হাসান ও তাইজুল ইসলাম। টাইগার দলপতি সাকিব আল হাসান স্পিনারদের দারুণ এ পারফরমেন্সের প্রশংসা করতে গিয়ে তাদেরকে সাহসী ও পরিশ্রমী বলে আখ্যায়িত করেছেন।

চট্টগ্রাম টেস্টে খেলতে নেমে অভিষেকেই সবচেয়ে কমবয়সী বোলার হিসেবে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন নাঈম। অন্যদিকে আরেক স্পিনার তাইজুলও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়ে দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৬ উইকেট। ম্যাচ শেষে দলের অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকে তাই বাড়তি প্রশংসাও পেলেন বাংলাদেশ দলের বোলিং আক্রমণের এ দুই স্পিনার।

সাকিব বলেন, ‘অভিষেক ম্যাচ হিসেবে নাঈম অসাধারণ বল করেছে। আমি মনে করি ওর ভালো ফিউচার আছে। সবচেয়ে ভালো ওর যে দিকটা আমার চোখে পড়েছে সেটা হলো- ও অনেক সাহসী।’

অন্যদিকে তাইজুল ইতিমধ্যে খেলে ফেলেছেন ২১ ম্যাচ। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে ৭ উইকেট নেওয়ার আগে তার ঝুলিতে ছিলো বাংলাদেশের হয়ে তৃতীয় সবোর্চ্চ উইকেট (৮৭) শিকারের অভিজ্ঞতা। তাই ম্যাচের আগেই তাইজুল ভালো কিছু করবে এমন আস্থা ছিলো টাইগার দলপতির।

বলেন, ‘তাইজুলের প্রতি আস্থা ছিল। প্রথম ইনিংসে যদিও একটা উইকেট পেয়েছে, বাট আমরা সবাই কিন্তু ওকে অ্যাপ্রিশিয়েট করেছি। ড্রেসিংরুমের সবাই তাকে এটাই বলেছি যে, ফার্স্ট ইনিংসে ও বেস্ট বোলার ছিলো। অনেক সময় এটা হয়। বল ভালো হলেও নানা কারণে উইকেট পাওয়া হয় না। আমরা এটা জানি। তাইজুলের সব থেকে ভালো দিক হচ্ছে ও অসম্ভব পরিশ্রমী।’

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি