ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

ড্র করে নকআউটে সিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফরাসি ক্লাব লিওঁর সঙ্গে ড্র করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। দুবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। সঙ্গে মিলেছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের টিকেট।

মঙ্গলবার রাতে লিওঁর মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। লিওঁর পক্ষে জোড়া গোল করেন কোরনেত। সিটির হয়ে একটি করে গোল করেন এমেরিক লাপোর্তে ও সের্হিও আগুয়েরো।

উত্তেজনাকর লড়াইয়ে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে ম্যাক্সওয়েলের গোলে ৫৫তম মিনিটে লিড নেয় স্বাগতিকরা। যদিও ৬২তম মিনিটে ম্যানসিটি সমতায় ফেরে আয়মেরিক লাপোর্তের লক্ষ্যভেদে। পরে ৮১তম মিনিটে কোরনেতের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় লিওঁ। কিন্তু মিনিট দুয়েক পর ম্যানসিটিকে সমতায় ফেরান সের্হিয়ো আগুয়েরো।

‘এফ’ গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ফরাসি ক্লাব লিওঁ। শাখতার দোনেৎস্ক ৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। হফেনহাইমের পয়েন্ট ৩।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি